Tue. Sep 23rd, 2025
Advertisements

rm

খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: রাঙামাটি স্থানীয় বিভিন্ন সংগঠনকে কম্পিউটার, ল্যাপটপ নগদ অর্থসহ ক্রীড়া সরঞ্জাম দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকালে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে এসব বিতরণ করেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক। এ সময় রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্টে কর্ণেল রেদোয়ান, রিজিয়নের জি টু আই তানভীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক বলেন, “সেনাবাহিনী কোন এটি জাতিগোষ্ঠীর জন্য কাজ করেনা। সমগ্র দেশের মানুষের কল্যাণে কাজ করে। এছাড়া পার্বত্যাঞ্চলের মানুষের আত্মকর্ম সংস্থা গড়া লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ”

তিনি আরও বলেন, সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের শন্তি সম্প্রীতি উন্নয়নের কাজ করে যাচ্ছে। তিনি এ অঞ্চলের মানুষের মধ্যে শন্তি-সম্প্রীতি রক্ষায় সকল জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

পরে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক ২৭ জনকে নগদ অর্থ, ৩ লক্ষ ৪৫ হাজার টাকা, ৪টি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনকে সরঞ্জাম, ৮ জন সাংবাদিককে ল্যাপটব, দুটি সাংবাদিক সংগঠনকে দুটি টেলিভেশন এবং কম্পিউটার ল্যাবকে ৭টি ডেক্সটপ কম্পিউটার বিতরণ করেন।