খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: জাতীয় সংসদের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মনন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেছেন ভবিষ্যতে নাটোরের আর কোন মানুষ চিকিৎসাা সেবা থেকে বঞ্চিত হবে না। এখন মানুষ আর চিকিৎসার অভাবে মারা যায় না। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে তৃণমূল জনগোষ্ঠীর স্ব্যাস্থসেবা নিশ্চিত হয়েছে। তিনি মঙ্গলবার নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নে ১টি করে মোট ১২টি এম্বুলেন্স ও মোবাইল ফোন তুলে দেন সংশ্লিষ্ট চেয়ারম্যানদের হাতে। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকীসহ ১২ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এর আগে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার ও কেশবপুর এলাকার প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর উপর নির্মিত দুটি ব্রিজের উদ্বোধন করেন সাংসদ শিমুল।