Mon. Sep 15th, 2025
Advertisements

20খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭:  নববর্ষে দেহ তল্লাশি ছাড়া কাউকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে বৈশাখ উপদযাপনে নিরাপত্তার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পহেলা বৈশাখে ঢাকা মহানগরে বিকাল পাঁচটার পরে কোনো উন্মুক্তস্থানে সমাবেশ করা যাবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাবেশ চলবে।

ডিএমপি কমিশনার বলেন, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উৎসবে যারা আসবেন তাদের দেহ তল্লাশি ছাড়া উদ্যানে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া নিরাপত্তার জন্য তারা ছুরি, কাঁচি, ভ্যানিটি ব্যাগ, পোঁটলা-জাতীয় ব্যাগ, দেশলাই, লাইটার সঙ্গে নিয়ে আসতে পারবেন না।
ছিনতাই ও নারীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার মতো ঘটনা রোধে সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উৎসবস্থলের পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।