খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি গ্রামের পিডিবি’র হাতীবান্ধা বিদ্যুৎতায়িত হয়ে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এরই প্রতিবাদে হাতীবান্ধা আবাসিক বিদ্যুৎ ্ওই দিন দায়িত্বে থাকা কর্মচারীদের বিভাগীয় শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আয়োজন করেন স্থানীয় বিদ্যুৎ শ্রমিকলীগ।এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা বিদ্যুৎ শ্রমিকলীগ সভাপতি আলতাফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রলীগ সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান, উপজেলা শ্রমিকলীগ সম্পাদক আমিনুল হক ডন, উপজেলা বিদ্যুৎ শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক জামিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রেজানুল হক বাবু প্রমূখ। বক্তাগন অনতিবিলম্বে হাতীবান্ধা তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি ও ওই ৪ পরিবারের ক্ষতি পূরনের দাবী জানান। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন।