Thu. Sep 18th, 2025
Advertisements

14খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: চিত্রনায়িকা শবনম বুবলী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুবলীর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন তার বড় বোন সংগীতশিল্পী নাজমিন মিমি।

তিনি বলেন, গত দু`দিন ধরে বুবলীর শরীর ভালো যাচ্ছিল না। আজ সন্ধ্যায় রংবাজ ছবির মহরতে বুবলী অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছিলেন। মহরত শেষে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।
মিমি আরও বলেন, তাৎক্ষণিকভাবে বুবলীর রক্ত পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলেছেন, তার মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশার ফল করেছে। এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে। ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে।