Thu. Sep 18th, 2025
Advertisements

172619_1খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: ঢাকা: ঢাকাই সিনেমের নবাগত আলোচিত অভিনেত্রী শবনম বুবলী শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শরীর বেশি অসুস্থ হওয়ার ফলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার বড় বোন সংগীতশিল্পী নাজমিন মিমি জানান।

তিনি বলেন, গত দু`দিন ধরে বুবলীর শরীর ভালো যাচ্ছিল না। আজ সন্ধ্যায় রংবাজ ছবির মহরত অনুষ্ঠানে বুবলী অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছিলেন। মহরত শেষে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।
মিমি আরো বলেন, তাৎক্ষণিকভাবে বুবলীর রক্ত পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলেছেন, তার মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশারের কারণে এই অবস্থা হয়েছে। এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে। ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে।