Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: 48মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদের সোমবার দু’দিনের সরকারী সফরে সুনামগঞ্জের হাওরগুলো পরিদর্শন উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় সুনাগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সোমবার ১৭ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির সুনামগঞ্জে আগমন সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই আগমনকে সফল ও স্বার্থক করতে জেলা পুলিশ ও সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মহোদয়ের উদ্যোগে জেলা শহর ও আশপাশে পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার সদস্যসহ সাদা পোশাকে এক হাজার সদস্য মোতায়েনসহ ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আগমনকে ঘিরে যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সর্তক দৃষ্টি রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। মহামান্য রাষ্ট্রপতি এই সফরকে সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সাহায্যে ও সহযোগিতা কামনা করেন। এ সময় সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার বাবু তাপস রঞ্জন ঘোষসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।