খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহাতাব উদ্দিন সরকার (ঘোড়া) বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মাহাতাব উদ্দিন সরকার (ঘোড়া) ২ হাজার ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছলেম উদ্দিন (চশমা) ভোট পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তাফা কামাল পাশা (নৌকা) ভোট পেয়েছেন ১ হাজার ৭২০ ভোট।
এরআগে, রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২২০ জন পুলিশ ও ১৭০ জন আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া এক প্ল¬াটুন বিজিবি ও এক প্ল¬াটুন র্যাব সদস্য সার্বক্ষনিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ইউনিয়নে ১১ হাজার ৬৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৭৫৬ জন ও মহিলা ৫ হাজার ৯১৯ জন।
এ ইউনিয়নের পূর্বের নির্বাচিত প্রার্থী অসুস্থ্য জনিত কারণে মারা যাওয়ায় রোববার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।