খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭: বি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, খেলাধুলা করলে, এর সঙ্গে থাকলে শুধু দেহ-মনই ভালো থাকে না, বরং এর মাধ্যমে কীভাবে দলগত ভাবে কাজ করা যায় তাও শেখা যায়। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব এবং কে কার আদেশ মানবে সে বিষয়গুলোও জানা যায়।
মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জবি’র ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভিসি আরও বলেন, কোনো সীমাবদ্ধতাই মানুষকে ঠেকিয়ে রাখতে পারে না। সীমাবদ্ধতা অতিক্রম করেই সাফল্য অর্জন করতে হবে। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইয়া ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল জাবির।
এবারের টুনার্মেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ, রানার্সআপ বোটানি বিভাগ।