Thu. Sep 18th, 2025
Advertisements

15খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো এলাকায় এক কৃষ্ণকায় বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতকায় পুরুষ নিহত ও অপর একজন আহত হয়েছে।
পুলিশের সন্দেহ, মঙ্গলবারের এ ঘটনাটি একটি ‘বর্ণবাদী হামলা’; খবর বিবিসির।

স্থানীয় পুলিশ প্রধান জেরি ডায়ার জানিয়েছেন, কোরি আলি মুহাম্মদ নামের ওই বন্দুকধারী ১৬ রাউন্ড গুলিবর্ষণ করতে মাত্র ৯০ সেকেন্ড সময় নেয়।
পুলিশ তাকে গ্রেপ্তার করার পর সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। তারপরও ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছেন না পুলিশ কর্মকর্তা ডায়ার, তার ধারণা এটি একটি ‘বর্ণবাদী’ হামলা।
গত সপ্তাহে ফ্রেসনো শহরের একটি মোটেলের সামনে এক নিরাপত্তা রক্ষীকে খুন করার অভিযোগ কোরিকে খুঁজছিল পুলিশ।
পুলিশ জানিয়েছে, আফ্রিকান আমেরিকান এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম শ্বেতকায়দের প্রতি ঘৃণা প্রকাশ এবং সরকার-বিরোধী মনোভাব ব্যক্ত করেছিল।
তার গুলিতে হতাহত সবাই শ্বেতকায়, এদের মধ্যে একজন গাড়িতে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন।
এক সংবাদ সম্মেলনে ডায়ার বলেন, “যতজনকে সম্ভব ততজনকে সে খুন করতে চেয়েছিল, এটাই ঠিক করেছিল।”
স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ক্যাথলিক চ্যারিটিজ এর সদরদপ্তরের সামনে এ ঘটনা ঘটায় সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বড় একটি বন্দুক হাতে এক ব্যক্তিকে দেখতে পান, গুলি করার সময় সে বেশ কয়েকবার বন্দুকটিতে গুলি ভরেছিল।