খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: মোঃ রাসেল মিয়া ,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার একমাত্র পৌরসভা রায়পুরা পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় গতকাল বুধবার দুপুরে আনন্দ র্যালি করেছে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীসহ পৌরবাসী। পৌর মেয়র মোঃ জামাল মোল্লার নেতৃত্বে আনন্দ র্যালিটি পৌর এলাকার বিভি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন,পৌরসভার সহকারী প্রকৌশলী দয়াল কৃস্ন রায়,পৌর সচিব মোঃ মনিরুল ইসলাম বকুলসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এর আগে পৌর এলাকায় মিষ্ঠি বিতরণসহ পৌর মেয়রকে মিস্টি মূখ করায় পৌর কাউনিন্সল পৌরসভার কর্মকর্তাগণ।
উল্লেখ্য ,গত ২০০৫ সালে রায়পুরা পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করে। প্রায় ৫২ হাজার লোকের বসবাস এই পৌরসভার আয়তন হচ্ছে ৭ দশমিক ২৫ বর্গ কিলোমিটার। এ অর্থবছরে প্রায় পৌর এলাকায় এডিপির অর্থায়নে ১ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ হচ্ছে।