Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭:  15গোপাল চন্দ্র দে,ভোলা : ভোলায় প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ১নং পৌর বাপ্তা এলাকায় অবস্থিত শ্রী শ্রী সর্ব তীর্থ ধাম রাধাগোবিন্দ মোহন রায় জিউ মন্দিরের বার্ষিকী উপলক্ষে ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযঞ্জানুষ্ঠানের আয়োজন করেছে।

গত ১ বৈশাখ থেকে চলা শ্রীমদ্ভাগবত পাঠ শেষে নামযজ্ঞানুষ্ঠানের অধিবাস হয়।
ভোরে শুরু হয় নাম সুধা কীর্তন পরিবশন।

আজ ৬ বৈশাখ (২০ এপ্রিল) হতে ৯ বৈশাখ (২৩ এপ্রিল) পর্যন্ত ৪ দিন ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান (কীর্তন) অনুষ্ঠিত হবে ।

৪দিন ব্যাপী মহানাম সংকীর্তন পরিবেশন করবে বৈষ্ণবনারায়ন দে সম্প্রদায় ভোলা, গোপাল সংঘ সিলেট, নিতাই গৌর সম্প্রদায় মানিকগঞ্জ, দূর্গা মন্দির সম্প্রদায় সেনবাগ, বিনাপানী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী সর্বতীর্থ সম্প্রদায় ভোলা।

ভক্তরা এখন সত্যিকারের বৃন্দাবনে না গিয়েও শ্রী শ্রী সর্বতীর্থ ধাম এর আয়োজনে কীর্তন চলাকালীন সময়ে বৃন্দাবন দর্শন করতে পারবে এবং তাদের জীবনে একবার মৃত্যু পূর্বে বৃন্দাবন দেখার সপ্নপূরন করতে পারবে। প্রতিদিন কীর্তন চলাকালীন রয়েছে ভক্তদের জন্য মহা প্রসাদের ব্যাবস্থা।

উক্ত আয়োজনকে কেন্দ্র করে এলাকা সেজেছে বাহারি সাজে।