Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭:  11ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কাস রাশফোর্ডের গোলে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আন্ডারলেখটের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে ২-১ গোলের এই জয়ে দুশ্চিন্তার রাতের অবসান হয় মরিনহোর শিষ্যদের।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় রাশফোর্ডের পাসে লিড এনে দেন হেনরিখ এমখিতারিয়ান; আর ৩২ মিনিটে তা সমতায় ফেরান সোফিয়ান হান্নি।

খেলার ২৩ মিনিটে মোর্কাস রোহো ও ৯০ মিনিটের পর ইনজুরিতে মাঠ ছাড়েন ইব্রাহিমোভিচ।

১-১ গোলের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। উত্তেজনাও বাড়তে থাকে। অবশেষে ১০৭ মিনিটের মাথায় রাশফোর্ড এনে দেন সেই উল্লাসের জয়।

ম্যানইউর সঙ্গে সেমিতে জায়গা করে নিয়েছে লিঁওন, আয়াক্স ও সেল্টা ভিগোও। সূত্র: বিবিসি