হাসতে হাসতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের মোদি বলেন, ‘আগার হামারি ফটো ইধার সে উধার হো যায়ে তো হামারি নিন্দ হারাম হো যাতি হ্যায়’ (যদি আমাদের ছবি এদিক-সেদিক হয়, তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যায়)।
মোদি বলেন, বৈঠক চলাকালে তিনি প্রায়ই সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেখেন। তিনি বলেন, ‘আমি দেখছি, জেলা পর্যায়ের কর্মকর্তারা বেশির ভাগই সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ব্যস্ত থাকেন। এসব কারণে সভায় মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’
বিশ্ব ই- গভর্নেন্স থেকে মোবাইল গভর্নেনন্সের দিকে যাচ্ছে উল্লেখ করে মোদি বলেন, ‘আমি যদি সামাজিক মাধ্যমে মানুষকে পোলিও টিকা সম্পর্কে জানাই, সেটি তাদের সাহায্য করবে। কিন্তু টিকাদান কর্মসূচি চলার সময় যদি আমি নিজের ছবি ফেসবুকে দিই, তাহলে তা প্রশ্নের মুখে পড়বে।’
মোদি বলেন, তিনি আমলাতন্ত্রের অংশ নন। কারণ, তিনি সরকারি আমলা হওয়ার জন্য কোনো পরীক্ষায় বসার সুযোগ পাননি। যদি পরীক্ষা দিতেন, তাহলে ১৬ বছর চাকরি করার পর পরিচালক পর্যায়ে যেতে পারতেন।