Wed. Sep 17th, 2025
Advertisements

173130_1খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: আফগানিস্তানের একটি সেনা ঘাঁটিতে সেনাবাহিনীর পোশাক পড়ে চালানো তালেবান হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে মাজার ই শরিফের সেনা ঘাঁটিতে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাঁটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি জানান, দুটি মিলিটারি গাড়িতে ১০ তালেবান জঙ্গি এসেছিল।

সেনা সদর দফতরের চেক পয়েন্টে থাকা নিরাপত্তারক্ষীদের তারা জানায়, তাদের সঙ্গে আহত সেনা সদস্য রয়েছেন। খুব শিগগির তাকে নিয়ে ভেতরে ঢুকতে হবে। তালেবান ওই জঙ্গিরা আফগান সেনার পোশাক পরে থাকায়, নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়নি। তারা আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর। তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে।

আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাঁটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সহিংসতায় কমপক্ষে দশজন তালেবান জঙ্গি নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, আফগান সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় হতাহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তবে, হতাহতের প্রকৃত সংখ্যাটা ঠিক কত, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। উত্তর আফগানিস্তানের এই সেনা ঘাঁটিতে বিদেশি সেনা কর্মকতারাও থাকেন। আল জাজিরা ও বিবিসি অবলম্বনে।