Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Untitled-11

খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৩১ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ২৪ মিনিটে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩১.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। এটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্র বিরাজ করছে।