Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আর্থ ডে ডুডল

খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭:  ২২ এপ্রিল। ‘আর্থ ডে’। এ বছরের আর্থ ডে নিয়ে চমৎকার স্লাইডশো আকারের ডুডল তৈরি করেছে গুগল। এ ডুডলের মাধ্যমে চমৎকার একটি গল্প তুলে ধরা হয়েছে গুগলের হোম পেজে। ডুডলে একটি শিয়ালের স্বপ্নের পৃথিবী তুলে ধরা হয়েছে

 

আর্থ ডে ডুডল

বিশ্বে পরিবেশদূষণ আর গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আর্থ ডে নেটওয়ার্কের উদ্যোগে প্রতিবছরের ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে পালন করা হয় ‘আর্থ ডে’। ১৯৭০-এ প্রথম এই দিনটি পালন করা হয়। সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা এই দিনটির মূল লক্ষ্য। প্রতিবছর ভিন্ন থিম ধরে দিবসটি পালন করা হয়। ২০১৭ সালের থিম হচ্ছে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট লিটারেসি’ বা পরিবেশ সুরক্ষায় যথাযথ জ্ঞান অর্জন।

 

আর্থ ডে ডুডল

পরিবেশবান্ধব হয়ে উঠতে এবং পরিবেশ সুরক্ষায় কিছু শিক্ষা দিতে গুগল আজ এই ইন্টারঅ্যাকটিভ ডুডল তৈরি করেছে।

 

আর্থ ডে ডুডল

ডুডলের স্লাইডশোগুলোয় দেখা যাবে, একটি শিয়াল দূষণকবলিত ও জলবায়ু পরিবর্তন ঘটা এক পৃথিবীর স্বপ্ন দেখে। সামান্য জীবনধারা পরিবর্তনেই এ দুঃস্বপ্ন বাস্তব হওয়া থেকে ঠেকাতে পারে বলেই মনে করে সে। এই ডুডলে মোমো নামের বিড়াল ও আবহাওয়াপ্রিয় ব্যাঙকেও তুলে ধরা হয়েছে। তারা পরিবেশ রক্ষার কাজে নেমে পড়েছে। ডুডলটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকার কথা মনে করিয়ে দেয় গুগল। বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব সাইকেল ব্যবহার, সোলার প্যানেল ব্যবহারের মতো বিষয়গুলোকে ডুডলে তুলে ধরা হয়েছে।

 

আর্থ ডে ডুডল