খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে রানা প্লাজা দিবসের শ্রমিক সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ রানা প্লাজা দিবসে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পূর্ব ঘোষিত শ্রমিক সমাবেশে পুলিশ হামলা চালায়। পুলিশের বেধড়ক লাঠিচার্জে রানা প্লাজার পঙ্গু আহত শ্রমিক মাহমুদুল হাসান হৃদয়, শিলা, মোহাম্মদ সাদ্দাম হোসেন, বাকী বিল্লাহসহ অনেকেই গুরুতর যখম হন। এ ঘটনায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, সিপিবি সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজম খান বাবু, শ্রমিক নেতা কেএম মিন্টু, সাইফুল আল মামুন, কাজী ফিরোজসহ অন্তত পনেরজন নেতাকর্মী আহত হন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রানা প্লাজায় হত্যাকা-ের বিচার চাইতে গিয়ে শ্রমিক ও নেতাকর্মীরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ আজ পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার ও প্রশাসন নিলর্জ্জভাবে মালিক শ্রেণীর পক্ষাবলম্বন করছে। রানা প্লাজার দোষী মালিকদের বিচারের সম্মুখীন না করে আহত শ্রমিকদের নিপীড়নের পথ বেছে নিয়েছে। শ্রমিকরা শোক পালন করার অধিকার থেকেও বঞ্চিত।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার ঘটনায় তদন্ত করে প্রশাসনের দায়ী কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান।