Tue. Sep 23rd, 2025
Advertisements

21kখােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭:আগামী ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রুহী রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দিন সকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।