খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭: নারায়ণগঞ্জের বহুল আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে একজন ইংরেজী শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আগামী ২৪ মে নারায়ণগঞ্জ আদালতে এ প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছর বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলে একটি মহল। ঐ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে ঐ শিক্ষককে শারীরিক লাঞ্ছনারও অভিযোগ আছে যেটা এখন ঢাকার সিএমএম কোর্ট তদন্ত করছে। আগামী ১৪ মে ওই মামলায় সেলিম ওসমানকে সশরীরে আদালতে হাজির হতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, শিক্ষক মোর্শেদা বেগমের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ ১৭ এপ্রিল শ্যামল কান্তির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।