খােলা বাজার২৪।। শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা তল্লাশি কাজ শেষ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তল্লাশি করে ওই বাড়িতে একটি সুইসাইডাল ভেস্ট ও একটি আগ্নেয়াস্ত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি কাজ শুরু করে ক্রাইম সিন।
বেলা পৌনে ১১টায় পাওয়া খবরে লাশ উদ্ধার করা হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বৃহস্পতিবারের অভিযানে ওই বাড়িতে জঙ্গি আবুসহ চার জন নিহত হন। বাড়িটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আবু ছাড়া নিহত অন্য জঙ্গিদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থলের পাশে একটি আমবাগানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন।
তিনি বলেন, “পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ওই বাড়িতে পরবর্তী কার্যক্রম চালাবে।”
শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামের ওই জঙ্গি আস্তানায় বুধবার রাতে স্থগিত করা অভিযান বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু করে পুলিশের বিশেষায়িত টিম সোয়াট ও এপিবিএন সদস্যরা। বিকেলে শেষ হয় অভিযান।