Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

PM_(16)খােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল রবিবার  সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শাল্লায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এ বিষয়ে সুনামগঞ্জের এসপি বরকতউল্লা খান জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শাল্লায় পৌঁছেছেন। এ ছাড়া ১১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।