খােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: সামনে বিয়ে।পরীক্ষায় অকৃতকার্য হলে তা বাতিল হয়ে যেতে পারে। এই আশঙ্কায় ভারতের একজন শিক্ষার্থী তার শিক্ষককে পাস মার্ক দেয়ার আকুতি জানিয়েছেন পরীক্ষার খাতায়!
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের একটি বোর্ড পরীক্ষায়। এক পরীক্ষার উত্তরপত্রে একজন শিক্ষার্থী লিখেছেন, ‘স্যার আমি একজন মেয়ে। ২৮ জুন আমার বিয়ের দিন ধার্য করা হয়েছে। অনুগ্রহ করে আমাকে পাস করিয়ে দিবেন। না হলে বাড়ির লোকজন রেগে যাবে।’
ওই ছাত্রী তার ভাষায়, হিন্দিতে শিক্ষকের কাছে আকুতি জানিয়েছেন। তবে তার আকুতিতে তেমন একটা লাভ হবে না বলেই মনে হচ্ছে।
কারণ ভারতের উত্তর প্রদেশের একজন শিক্ষা কর্মকর্তা বলেছেন যে, এ ধরনের প্রতারণায় তারা পা দিবেন না। তিনি শিক্ষকদেরকে পেশাদার বলে মন্তব্য করে বলেন যে, শিক্ষকরা অত্যন্ত পেশাদার। তারা কখনোই এ ধরনের কোনো বার্তায় সাড়া দিবেন না।