Thu. Sep 18th, 2025
Advertisements

7kখােলা বাজার২৪।। শুক্রবার , ১২ মে, ২০১৭: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেণীপুর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো অস্ত্র বা বোমা উদ্ধার করা হয়নি।
শুক্রবার সকাল ৯টার দিকে ‘অপারেশন সান ডেভিল’ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে মাইকিং করে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জারি ১৪৪ ধারা এখনো বহাল আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেণীপুর গ্রামের ‘জঙ্গি’ সাজ্জাদ আলীর বাড়িটিতে তিনটি কক্ষ রয়েছে। তবে সেখানে কোনো লোকজন আর নেই।
এরআগে ‘অপারেশন সান ডেভিল’-এ অংশ নিতে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে এসে পৌঁছে। কিন্তু আলো-স্বল্পতার কারণে অভিযান শুরু করতে পারেনি।
গত বুধবার দিবাগত রাত ৩টা থেকে উপজেলার বেণীপুর গ্রামের সাজ্জাদ আলীর বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের শুরুতেই ফায়ার সার্ভিসের কর্মীরা দেয়াল ধসিয়ে দিতে মাটির তৈরি ওই বাড়িতে পানি দিতে শুরু করেন। এ সময় জঙ্গিরা বাড়ি থেকে বের হয়ে এসে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে নারীসহ একই পরিবারের পাঁচজন নিহত হন। এ সময় ওই পরিবারের দুই শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নিহত হয়েছেন সাজ্জাদ আলী মিষ্টু (৫০), তাঁর স্ত্রী বেলী বেগম (৪৫), ছেলে আল-আমিন (২০) ও মেয়ে কারিমা খাতুন (১৭)।