Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:নোয়াখালী জেলা সদর মাইজদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

শনিবার (১৩ মে) গভীর রাত ২টার দিকে বৈদ্যুৎতিক গোলযোগ থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হল, ভাই ভাই মেডিকেল হল, মেহেদী অটো, বিসমিল্লাহ অটো, সন্ধানী বুক স্টল ও রস মেলা।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ভাই ভাই মেডিকেল হলে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। পরে মহুর্ত্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভাই ভাই মেডিকেল হলের মালিক নুর হোসেন জানান, আগুনে আমাদের ব্যবাসায়ীদের ৫টি দোকান পুড়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, মাইজদী ফায়াস সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন করিব জানান, শনিবার গবীর রাতে বৈদ্যুৎতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়ে ৫টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।