Mon. Sep 15th, 2025
Advertisements

maxresdefault

খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭ :

মা দিবসের কবিতা-

‘মায়ের মতো আপন কেউ নাই’
মোঃ মিজানুর রহমান
মা সন্তানের অনেক চেনা ঠিকানা
এই কথাটি আছে সবারই জানা।
মা তখন বেশী বেশী আনন্দ পায়
মায়ের কোলে থাকে যখন সন্তান ভাই,
মায়ের সে সুখের জুড়ি নাই
মায়ের মতো আপন কেউ নাই।

দশমাস-দশদিন পেটে ধরে
মা জন্ম দেয় সন্তান-রে,
সন্তান জন্মকালে মায়ের
কতো কষ্ট-ব্যাথা হয় যে।
সন্তানের কান্না শুনে ভাই
যায় মায়ের বুকটা ফেটে যায়,
বুকের দুধ মা খাওয়ায়ে
রাখে সন্তান-রে বাঁচায়ে,
চোখ মেলে সন্তান প্রথমে
মা-কেই দেখতে-চিনতে হায় পায় ।
এমন দরদী কোথাও নাই
মায়ের মতো আপন কেউ নাই।

বছরের পর বছর সন্তান বড় হয়
মায়ের মন বেশ খুশিতে ভরা রয়,
সন্তানের চিরসুখে থাকা-মা চায়
সন্তানের হাসিতে মা হাসি পায়,
সন্তান ব্যাথা পেলে মা তা জানতে পায়
নিজে না খেয়ে মা তারে খাওয়ায়।
এমন আপন দ্বিতীয় নাই
মায়ের মতো আপন কেউ নাই।

শীতে বা বরষাতে উঠে যদি সন্তান কেঁপে
বুকেতে টেনে নিয়ে মা আঁচলে রাখে ঢেকে,
সন্তান-মায়ের চোখের মণি, সন্তানই সুখের খনি
¯েœহ-মমতায় মা-ই চির-আপন হয় জানি।
রোজ হাসরে সবাই যখন নিবে মুখ ফিরে
মা তখন সব নেক-আমল দিবে তার সন্তান-রে,
ত্রি-ভূবনে এমন আর নাই
মায়ের মতো আপন কেউ নাই।

‘খোকন সোনা’ মধুর ডাক মা ছাড়া কেউ দেয় না
অসুখ-বিসুখে মা ছাড়া কেউ পাশে রয় না,
সন্তান মরতে বসলে-মা মরতে হয় দিওয়ানা
মায়ের ঋণ সন্তান কভূ শোধ করতে পারবে না,
মায়ের পায়ের নীচেই বেহেস্তেরী ঠিকানা।
মায়ের তুলনা ভাই তাই নাই
মায়ের মতো আপন কেউ নাই।

লেখকঃ মোঃ মিজানুর রহমান-সাংবাদিক, কবি ও কলামিস্ট।