খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ের সামনে স্টামফোর্ডের শিক্ষার্থীদের উদ্যেগে গত ১৩ মে, ২০১৭ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন নিয়ে আর প্রতিবাদী স্লোগানে উত্তাল করে তোলে ধানম-ি।
এসময় ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ালিউল ইসলাম, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ নাহিদ নিয়াজি, বিজনেস এডমিন্সিট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক নাইম জালাল উদ্দিন আহমেদ এবং জয়নাল আবেদিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণও উপস্থিত ছিলেন। মানববন্ধনটি শিক্ষার্থী রাখিল খন্দকারের আহবানে ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।