খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: বর্তমান সরকারের আমলে দেশের দারিদ্রতা দূরিকন, শিক্ষার মান উন্নয়ন সহ মা ও শিশুর স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন করেছে নেতৃস্থানিয় ব্যাক্তিদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ মামুন উল হাসান এসব কথা বলেন। সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিশদের সভাকক্ষে অনুষ্ঠিক কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা (ভারপ্রাপ্ত) তথ্য অফিসার পাভেল দাস। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন। কর্মশালা পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ শহিদুল ইসলাম।এ কর্মশালায় অংশ গ্রহন করেন স্থানিয় ইউপি সদস্য,সাংবাদিক, সমাজসেবক,ধর্মীয় নেতা ও শুশিল সমাজের নেতৃবৃন্দ।