খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র রমজান উপলক্ষে ৪১ দিনের ছুটি শুরু হচ্ছ রোববার থেকে। ছুটি চলবে ১ জুলাই পর্যন্ত। এ ছুটিতে সকল ক্লাস বন্ধ থাকবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ মে সোমবার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে। এ সময়ে রুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৭ মে থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ে সকল ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। রমজানের অবকাশকালীন সময়ে প্রশাসনিক কর্মকাণ্ড চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
রমজান অবকাশ, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ২ জুলাই রুয়েটে সকল ক্লাস ও একাডেমিক কর্মকাণ্ড শুরু হবে।