খােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: আলিয়া ভট্টকে সারা পৃথিবীর মানুষ চিনবেন, এমনটা নয় কিন্তু তা বলে লন্ডনের মতো শহরে এভাবে নাকাল হতে হবে আলিয়াকে স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।
সম্প্রতি লন্ডনে বেড়াতে গিয়েছেন আলিয়া এবং সেখানে যে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে, স্বপ্নেও ভাবতে পারেননি এই বলিউড তারকা। সেখানকার একটি বারে ঢুকতে যেতেই তাঁকে আটকে দেওয়া হল। এমনিতে লন্ডন এমন একটি শহর, যেখানে ভারতীয়দের সংখ্যা পৃথিবীর অনেক শহরের থেকেই বেশি। শুধু তাই নয়, বলিউড তারকারা তো মাঝেমধ্যেই বেড়াতে যান এই শহরে।
কিন্তু সমস্যাটা আলিয়ার ভারতীয় হওয়া নিয়ে নয়, সমস্যাটা তাঁর আলট্টা ইয়ং লুকসের জন্য। একটি গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আলিয়াকে গেটের সামনেই আটকে দেওয়া হয় এই বলে যে তাঁর এখনও ১৮ বছর বয়স হয়নি তিনি বয়স বাড়িয়ে বারে ঢুকছেন। হকচকিয়ে গিয়ে আলিয়া তার পর তাঁর আইডি দেখান। সেখানে বয়সের উল্লেখ থাকলেও কিছুতেই সেটিকে সত্যি বলে মানতে চাননি বারের নিরাপত্তাকর্মীরা।
আলিয়া এমনিতে তাঁর এই ইয়ং লুক নিয়ে বেশ খুশি কিন্তু তার জন্য যে এই রকম পরিস্থিতিতে পড়তে হবে, তা কে জানত।