খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: গত বৃহস্পতিবার ভারতের মুম্বাইতে পরিচালক করণ জোহরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির অধিকাংশ তারকারা। কিন্তু লাইমলাইট কেড়ে নিয়েছিল দুই স্টার কিড। তারা হলেন শাহরুখের ছেলে আরিয়ান খান ও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। কেন জানেন?
এই প্রশ্নের উত্তর মিলবে এই ওপরের ছবিতে। পার্টির পর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বসে রয়েছেন আরিয়ান ও সারা। কিন্তু দু’জনের মাঝে বসে রয়েছেন শাহরুখ খান। ছবিটি দেখে বি-টাউনের অনেকেই আরিয়ান ও সারাকে ভবিষ্যতের অনস্ক্রিন জুটি হিসেবে ভাবতে শুরু করেছেন।
আরিয়ান ও সারা দু’জনের রক্তেই অভিনয় রয়েছে। চাইলেই তারা ভবিষ্যতে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেননি তারা। কবে নাগাদ তাদের দেখা যাবে, সেটিই এখন অপেক্ষা। বলিউড লাইফ।