Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২৮ মে, ২০১৭:  57সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ভাংচুরের মামলায় গ্রেফতার ৪২ জন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের এই জামিন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই অভিজিৎ চৌধুরী ওই শিক্ষার্থীদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। ওই ৪২ শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছাত্রী। বাকিরা ছাত্র।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ওই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল–সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি, নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, গতিরোধক ও পদচারী-সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণসহ আরও কয়েকটি দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ। এতে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরে পুলিশি হামলার জের ধরে শনিবার বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে একপর্যায়ে তাঁরা উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালান। পরে শিক্ষক লাঞ্ছনা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
মামলায় ৩১ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আর অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়।