Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: বিচারক নিয়োগের শৃঙ্খলাবিধি প্রনয়ণে ফের সময় পেলো সরকার 6নিম্ন আদালতের বিচারক নিয়োগের শৃঙ্খলাবিধি প্রনয়ণে সরকারকে ফের সময় দিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
সোমবারের মধ্যে অধস্থ আদালতের বিচারকদের গেজেট প্রকাশের কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ ফের সময় চাইলে আদালত তা আমলে নিয়ে নতুন করে ২ সপ্তাহ সময় দেন।
এর আগে গেলো ১৫ মে গেজেট প্রকাশে সরকারকে ২৯ মে পর্যন্ত সময় বেঁধে দেন আপিল বিভাগ। ওই দিন আদালত বলেন, গেজেট প্রকাশে বার বার সময় চাওয়ায় আদালত সত্যিই লজ্জিত। একটা বিষয়ে গেজেট প্রকাশে এতদিন সময় কীভাবে লাগতে পারে?
এর আগে গেলো ৮ মে আপিল বিভাগ বলেন, সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন আর গণভবনের দূরত্ব কতদূর? ঢাকা থেকে নিউইয়র্ক ও টোকিওর দূরত্বের চেয়ে বেশি?
গেলো বছরের ৭ নভেম্বর নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশে সরকারকে নির্দেশ দেন। ওই সময়ের মধ্যে বিধিমালা প্রকাশ না করায় ১২ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেন আপিল বিভাগ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। এখনো গেজেট প্রকাশে বেশ কয়েকবার সময় নিয়েছে সরকার।