খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: রমজানে পর্যাপ্ত বাসের অভাবে রাজধানীতে চরম ভোগান্তিতে যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার সরকারি-বেসরকারি অফিসের কর্মজীবীরা।
ভুক্তভোগী এক যাত্রী বলছেন, রমজানের আগে নতুন বাস নামানোর কথা ছিল। কিন্তু এখনো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এ কারণেই বাড়তি চাপ হচ্ছে। রমজানে অন্তত সকালে ও অফিস ছুটির পরে গণপরিবহনের সিটিং সার্ভিস যেন রাখা না হয়।
ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগ, বেশির ভাগ বাস সিটিং হয়ে চলায় তাঁরা উঠতে পারেননি। প্রয়োজনের তুলনায় গণপরিবহনের অভাব ছিল। এ ছাড়া একই সময়ে অফিস ছুটি হওয়ায় দুর্ভোগে পড়েন তারা।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পবিত্র রমজান উপলক্ষে সরকারি-বেসরকারিসহ বেশির ভাগ অফিস ছুটি হয়েছে একই সময়ে। এতে রাস্তায় বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খায় নগরীর গণপরিবহন। রোজায় পরিবার-পরিজন নিয়ে ইফতারে সামিল হতে শত কষ্ট সহ্য করে অনেকে ঘরে ফেরার চেষ্টা করেছে। রাজধানীর বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
৫০ বছর বয়সী এক যাত্রী বলেন, ‘ক্যান্টনমেন্ট যাব, গাড়ি পাচ্ছি না। খুবই কষ্ট হচ্ছে।’ বি আরটিসি বাসে থাকা আরেক নারী যাত্রী বলেন, ‘অনেক ভিড়, ওঠা যায় না। সিটিং বাস নেই বললেই চলে।’
এক যাত্রী বলেন, ‘বি আরটিসির অনেক বাস পড়ে আছে। সেগুলো বের করা হচ্ছে না। এগুলো দিলে আমাদের দুর্ভোগ কমে যেত।’
মানুষের দুর্ভোগ কমাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে যাত্রীদের অনেকেই বলেন, রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে শপিংমলগুলোতে ঈদের কেনাকাটা শুরু হবে। ভোগান্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।