Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: 20বিশ্বের সবচেয়ে হুমকিমূলক সুপারবাগস অপসারণ করে মর্কিন বিজ্ঞানীরা পুনরায় একটি মুখ্য অ্যান্টিবায়োটিকের উন্নয়ন ঘটিয়েছে।
নতুন ঘরানার ‘ভ্যানকোমাইসিন’ নামের এই অ্যান্টিবায়োটিককে আলট্রা-টাফ বলে অভিহিত করা হয়েছে। নতুন এ অ্যান্টিবায়োটিক পুরাতন ওষুধের চেয়ে হাজার গুণ কার্যকর বলে লক্ষ্য করা গেছে। পিএনএএস জার্নালের এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিনটি-পৃথক উপায়ে এই প্রতিষেধক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। তবে এটি এখনো কোনো প্রাণি বা মানুষের উপর পরীক্ষা করা হয়নি। তবে দ্য স্কিপটস রিচার্স ইন্সটিউিটশন টিম আশা করছে যদি বাকি পরীক্ষায় সফল হয় তবে আগামী ৫ বছরের মধ্যেই এই ওষুধ ব্যবহারের জন্য প্রস্তুত হবে।
বিশেষজ্ঞরা সকর্ত করে বলেছেন, আমরা পরবর্তী এন্টিবায়োটিক যুগে আছি। কিছু সংক্রমণ নিরাময়যোগ্য থাকবে না। চিকিৎসকরা এ ব্যাপারে মারাত্মকভাবে ভীতিতে রয়েছেন।
কিছু অ্যান্টিবায়োটিক ভিআরই এর বিরুদ্ধে এখনো কাজ করছে। তবে ৬০ বছরের পুরনো ভ্যানকোমাইসিন এখন রোগ নিরাময়ে অকার্যকর। এই ওষুধের শক্তি সময়কাল বাড়াতে তিনটি পরিবর্তন গুরুত্বপূর্ণ।
নেতৃত্বদানকারী গবেষক ডা. ডালে বগার বলেন, ভ্যানকোমাইসিনে আমরা একটা পরিবর্তন এনেছি যেটা ওষুধটির উন্নয়ন ঘটাবে। আমরা আরো দুইটি পরিবর্তন এনে দুইটি সহযোগ পদ্ধতিতে অনুর গ্রুপে সংযুক্ত করি যা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। বিবিসি থেকে অনূদিত