Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭:  39আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের পেছনে তাদের হাত নেই জানিয়ে তালেবানের পক্ষ থেকে এভাবে বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানানো হয়েছে।

বুধবার সকালের কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়, আহত হয় প্রায় সাড়ে তিনশ মানুষ।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “ইসলামিক আমিরাত (তালেবানরা নিজেদের এই নামে পরিচয় দেয়) বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এ হামলার নিন্দা জানায়। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া এ ধরণের হামলায় বেসামরিক নাগরিকদের ভুগতে হয়।”

স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই তে ওই বিবৃতি প্রকাশ করা হয়।

শক্তিশালী ওই বিস্ফোরণে পর রাজধানীর কেন্দ্রস্থলের জানবাক স্কয়ার এলাকাটি থেকে কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গিয়েছিল।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতাবাসের প্রবেশে মুখের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

“জার্মান দূতবাসের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও রয়েছে,” বলেছেন তিনি।

আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র।

ওই বিস্ফোরণ স্থলটি ভারতীয় দূতাবাস থেকে কয়েকশত মিটার দূরে এবং ভারতীয় দূতাবাসের সব কর্মী নিরাপদ আছে বলে জানিয়েছে এনডিটিভি।