Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭: 83চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে টস হেরে ব্যাটিং নিয়েছিল ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা ।
আজ লন্ডনের কেনিংটন ওভালে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ম্যাথুজ ইনজুরিতে পড়ায় ম্যাচটিতে নেতৃত্ব দিয়েছেন উপুল থারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হাশিম আমলা ও ডি কক শুরুতে ধীরস্থির ব্যাটিং করেন।
১২.১ ওভারে দলীয় ৪৪ রানেই শ্রীলঙ্কার পেসার প্রদীপের বলে উইকেট রক্ষক নিরোশান ডিকোলাকে ব্যক্তিগত ২১ রানে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ধরেন ফর্মের তুঙ্গে থাকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ডি কক। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা ডু প্লেসিসকে সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ভালো একটা সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান দারুণ ফর্মে থাকা আমলা।
এদিন আউট হওয়ার আগে তিনি তুলে নেন ওডিআই ক্যারিয়ারের ২৫ তম সেঞ্চুরি তুলে নেন।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে অধিনায়ক ডি ভিলিয়ার্স মাত্র ৪ রানে আউট হলেও ডু প্লেসিস ৭৫ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে প্রদীপ ২টি, লাকমল ও প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন।