Tue. Sep 23rd, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭:  হবিগঞ্জে খোয়াই নদীর পানি আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রোববার রাত থেকে হঠাৎ করে নদীর পানি বাড়তে থকে। আজ ও পানি বাড়ছে। রোববার রাত ১১টায় নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত থেকে নেমে আসা ঢলে রোববার সন্ধ্যা থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে বাংলাদেশ অংশে বাড়তে শুরু করে। রাত ৯ টায় জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু হয়। রাত ১১টায় ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
ওই পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড বিপদসীমা নির্ধারণ করেছে ৯.০৫ মিটার। পানি প্রবাহিত হচ্ছে ১০.০৬ মিটার উপর দিয়ে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, নদীর ভারত অংশ থেকে হঠাৎ সন্ধ্যায় পানি বাড়তে শুরু করে। তাই রাতে বাংলাদেশ অংশে নদীর পানি বৃদ্ধি পায়। ভাটিতে নদীর বাঁধ ডুবন্ত। আবার ভাঙ্গাও আছে। তাই তেমন ঝুকি আপাতত নেই। রাত সোয়া ১১টার দিকে নদীর পানি স্থির ছিল।