খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটকের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. অহিদ উল্লাহ সরকারের নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গাউসুল আজম।
দ-প্রাপ্তদের মধ্যে স্বপন মিয়া ও হেলালকে ১ মাস, আসাদুল হুদা, ওয়াহিদ হোসেন বাবু, শামীম সিকদার, দেলোয়ার হোসেন, আহাদ উল্লাহ, ইশতিয়াক ইসলাম ও রেজাউল ইসলাম ১৫ দিন, ফারুক সরকার ও নাসির মোল্লøা ১০ দিন, কামাল হোসেন, শাহীন মোল্লøা, মোসা: নয়ন তারাকে ৭ দিন এবং মোসা: মিনুকে ৩ দিনের কারাদ- দেয়া হয়। পরে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।