Mon. Sep 22nd, 2025
Advertisements

খােলা বাজার২৪।।মঙ্গলবার , ৬ জুন, ২০১৭:12আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সম্মেলন সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। ২ কোটি সদস্যের লক্ষ্যমাত্রা সফল হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন এর মধ্য দিয়ে আগের চেয়ে আরো সমৃদ্ধ হবে দল।
২০ মে গণভবনে দলের বর্ধিত সভায় শুরু হয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। এদিন সদস্যপদ নবায়ন করেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন সদস্য হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
নেতারা বলছেন, সম্মেলন শেষ হওয়ার পর এটি আওয়ামী লীগের নিয়মিত সাংগঠনিক কাজ। এর মাধ্যমেই পরবর্তী সম্মেলনের জন্য প্রস্তুত হবে দল।
জেলা পর্যায়ের নেতাদের কাছে পাঠানো হচ্ছে নির্দিষ্ট ফরম। যা পৌঁছে যাবে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলছেন, নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে আগের চেয়ে আরো সমৃদ্ধ হবে দল। তবে সদস্য সংগ্রহে যাছাই-বাছাইয়ে তৃণমূল নেতাদের যতœশীল হওয়ার আহ্বান কেন্দ্রের।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি ৩ বছর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়। আর নির্দিষ্ট সময় পরপর হয় নতুন সদস্য সংগ্রহ অভিযান।