Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ৮ জুন, ২০১৭: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জুন) সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে সোনাইমুড়ি উপজেলা জাসদের সভাপতি কাজী সামছুদ্দিন হেলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু তালেব নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা এডভোকেট আজিজুল হক বকসী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাইমুড়ি কলেজের সাবেক ভিপি আবদুস ছাত্তার, জেলা জাসদ নেতা নুর আলম, বেগমগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মানিক সরকার, ইরানী, আলমগীর, শাহাদাত হোসেন শ্যামল প্রমুখ।

আলোচনা সভার প্রধান অতিথি এডভোকেট আজিজুল হক বকসী বলেন, ১৪ দল তথা মহা জোটের ছাতার নিচে থেকে অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।