Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭: বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করেছে বর্তমান সরকার। সরকারের নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং সরকারি কার্যক্রমে দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য দপ্তর/সংস্থা প্রধানদের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়ে আসছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ও অধীনস্ত দপ্তর এবং সংস্থার প্রধাদের সঙ্গে বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১ জুলাই ২০১৭ থেকে ৩০ জুন ২০১৮ এর জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী এ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আজম বলেন, প্রশাসনে গতিশীলতা আনাই হচ্ছে এ চুক্তির মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়ন এবং রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ অজর্নে এ চুক্তি অগ্রনী ভূমিকা পালন করবে । বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আমাদেরকে কর্মমূখী সংস্কৃতির দিকে ধাবিত করবে । যা আমাদের পর্যায়ক্রমে মধ্যম আয় ও উন্নত দেশে পরিনত হতে সাহায্য করবে ।

এসময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষ্ণ ভট্টাচার্য্য, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শামছুল আলম, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া (বীর প্রতীক), তাতঁ বোর্ডর চেয়ানম্যান মোঃ জসিম উদ্দিন, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রধানগণ ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।