খােলা বাজার২৪।। শনিবার , ১৭ জুন, ২০১৭: মসজিদের নতুন কমিটি গঠন ও টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আমিনুল রহমান (৫০) নামের এক সাবেক সেনা সদস্য খুন হয়েছেন। শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর সাকোয়া ইউনিয়নের নয়াদিঘী ইসলামপুর গ্রামের ইসলামপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার হাবিবুল্লাহ রাসেল বলেন, ‘লাঠির আঘাতে আহত আমিনুল রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’
বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু ছায়েম মিয়া বলেন, ‘নতুন কমিটি ও আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় ইসলামপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তার সমর্থকরা সেনা সদস্য আমিনুল রহমানকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আমরা নুরুল ইসলামের বাবা এমাজউদ্দিন (৭৫), মাতা নাজিরা বেগম (৬০) ও ভাই নুরনবীর স্ত্রী শিরিন আক্তারকে আটক করেছি।’
নিহত আমিনুল নয়াদিঘী ইসলামপুর গ্রামের মৃত নজিমউদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয়াদিঘী ইসলামপুর গ্রামের ইসলামপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে টাকা পয়সার কোন হিসাব দিচ্ছিলেন না। নতুন কমিটিও গঠন করছেন না। সেনা সদস্য আমিনুল রহমান জুমার নামাজের পর সাধারণ সম্পাদককে নতুন কমিটি গঠন করতে বলেন এবং টাকার হিসাব চান। এ নিয়ে নুরুল ইসলাম ও আমিনুল রহমানের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার ভাই নুরনবীসহ পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে আমিনুল রহমানকে বেধড়ক মারপিট শুরু করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই আমিনুল রহমান মারা যান। এসময় উভয়পক্ষের সংঘর্ষে আমিনুল রহমানের ভাই মমিনুল ইসলাম (৫০), পুত্র সোহান (২০), নুরুল ইসলামের ভাই নুরনবি (৪০), নুরুল ইসলামের পিতা এমাজউদ্দিন (৭৫), নুরুল ইসলামের মাতা নাজিরা বেগম (৬০), নুরনবীর স্ত্রী শিরিন আক্তারসহ (৩৫) কমপক্ষে ১০ জন আহত হন।