Thu. Sep 18th, 2025
Advertisements

12kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২০ জুন, ২০১৭: একাধিকবার খারিজ করার পর অবশেষে যোগব্যায়ামের পাঠ্যক্রমকে অনুমোদন দিল ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ।
বিশ্ববিদ্যালয়টির এক শীর্ষ আধিকারিক জানান, গত বৃহস্পতিবার এই মর্মে একটি সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, যোগব্যায়াম ও ভারতীয় সংস্কৃতি নিয়ে তিনটি স্বল্পমেয়াদের পাঠ্যক্রম চালু করার প্রস্তাব প্রথম ২০১৫ সালে দেওয়া হয়েছিল। যার পর, ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে সলা-পরামর্শ করে তিনটি পাঠ্যক্রমের খসড়া তৈরি করে জেএনইউ কর্তৃপক্ষ বিভিন্ন স্কুল ও দফতরে পাঠিয়েছিল প্রতিক্রিয়ার জন্য।
কিন্তু, সেই বৎসরের নভেম্বর মাসে সেই প্রস্তাব খারিজ করে দেয় জেএনইউ সর্বোচ্চ নিয়ম-নির্ধারক অ্যাকাডেমিক কাউন্সিল। তবে, গত বৎসরের মে মাসে প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য উত্থাপন করা হয়। সেইমতো, ফের বিভিন্ন দফতরকে নির্দেশ দেওয়া হয়, প্রস্তাবিত কোর্সের বিষয়ে নতুন করে খতিয়ে দেখে তা পরিষদকে জানাতে।
কিন্তু, ফের তা খারিজ করে দেয় কাউন্সিল। এবার, যোগব্যায়ামকে অনুমোদন দেওয়া হলেও, ভারতীয় সংস্কৃতির পাঠ্যক্রমকে অনুমোদন করা হয়। আমাদের সময়.কম