Sat. Sep 20th, 2025
Advertisements

ঈদে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার আহ্বান ওবায়দুল কাদেরেরখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২০ জুন, ২০১৭: ঈদের সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে দলের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যান চলাচলে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তারা সড়কে থেকে যান চলাচল নির্বিঘ্ন করতে সহায়তা করবে।
মঙ্গলবার (২০ জুন) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মাহসড়ক পরিদর্শনে গিয়ে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।
এ সময় তিনি পরিবহন চালকদের অনুরোধে আজ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন। চার লেনের কাজ ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত বন্ধ রাখা হবে।
এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী টি এন নাহীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।