Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: কুম্বলে কাণ্ডে9 এবার কোহলিকে সতর্ক করল ভারতীয় ক্রিকেট বোর্ড। একেই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে টালমাটাল অবস্থা বিশ্বের সবচেয়ে দামী বোর্ডের। কোর্ট নিযুক্ত অস্থায়ী প্রশাসকের হাতের বোর্ডের যাবতীয় দায়ভার। তার উপর গোদের উপর বিষফোড়ার মতো কোচ-ক্যাপ্টেন সংঘাতে মুখ পুড়েছে বোর্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেই সংঘাত চরমে পৌঁছয়। পাকিস্তানি সংবাদমাধ্যমও ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে কোন্দলের খবর রটায়। তার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে শোচনীয় হার সেই আগুন ঘৃতাহুতি করে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যেই কোচের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন কুম্বলে। আর এতেই চটেছেন বোর্ডকর্তারা। সূত্রের খবর, ক্যাপ্টেন কোহলিকে কড়াভাবেই সতর্ক করেছে বিসিসিআই। কোচ সরে যাওয়ায় এবার কোহলিকে পারফর্ম করার নির্দেশ বোর্ডের। আসন্ন ক্যারিবিয়ান এবং শ্রীলঙ্কা সফরে টিম ভাল পারফর্ম না করলে বোর্ডের রোষের মুখে পড়তে পারেন ক্যাপ্টেন কোহলি। অনেক প্রাক্তন ক্রিকেটারই বলছেন, কোহলির প্রতি বরাবরই দূর্বলতা রয়েছে বোর্ডের। বিসিসিআইয়ের বিমাতৃসুলভ ব্যবহারের শিকার হয়েই পদত্যাগ করেছেন কুম্বলে। তাই ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছে বোর্ড। মুখরক্ষা করতে কোহলিকে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে কুম্বলে বসার পর থেকে একটাও সিরিজ হারেনি কোহলিরা। টেস্ট, ওয়ান ডে এমনকী টি-টোয়েন্টি সিরিজেও অপ্রতিরোধ্য থেকেছে টিম ইন্ডিয়া। যাঁর অধীনে ভারতের এমন ঈর্ষণীয় পারফরম্যান্স, তাঁকে নিয়ে কেন টিমের ড্রেসিংরুমে অশান্তি তা অনেকেই ঠাওর করতে পারছেন না। বোর্ডেরও মাথায় ঢুকছে না। বেশ কিছু ক্রিকেটার নাকি সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছে এই অশান্তির কারণ। কুম্বলে নাকি বেশ কড়া মনোভাবের। ক্রিকেটারদের কড়া অনুশাসনের মধ্যে রাখতেন নাকি কুম্বলে। সেটাই অপছন্দ ছিল কোহলির। রবি শাস্ত্রীর জমানায় নাকি ক্রিকেটারদের অবাধ ছাড় ছিল সবকিছুতে। কিন্তু কুম্বলের এই কড়া অনুশাসন মেনে নিতে পারছিলেন না অনেক ক্রিকেটারই। এবং তাঁরা ক্যাপ্টেনকে নালিশও নাকি করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই কুম্বলে-কোহলি বিবাদ চরমে পৌঁছয়। ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও কোহলিরা বোর্ডের স্কান্যারে থাকবেন বলে মনে করা হচ্ছে। কোহলিকে সতর্ক করার মধ্যে দিয়ে এবার ক্যাপ্টেন-বোর্ড নয়া সংঘাতের সূচনা দেখছেন বিশেষজ্ঞরা।