খােলা বাজার২৪।।শনিবার, ২৪ জুন, ২০১৭:ভারত আবারো মহাকাশে তাদের নজির স্থাপন করলো। কৃত্রিম উপগ্রহ আবিষ্কারের মধ্য দিয়ে মহাকাশে নিজেদের উজ্জ্বল উপস্থিতি বাড়ালো দেশটি। তবে এটি কোনো পেশাদার বিজ্ঞানীদের মাধ্যমে নয়। অন্যন্য এ নিদের্শন স্থাপন করেছে একদল ক্ষুদে শিক্ষার্থী। আর তারা নির্মাণ করেছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম কৃত্রিম উপগ্রহ।
কৃত্রিম এই উপগ্রহটির ওজন মাত্র ৬৪ গ্রাম। এটি নির্মাণ করেছে ভারতের তামিল নাডুর একদল শিক্ষার্থী। তাদের নেতৃত্ব দিয়েছে মাত্র ১৮ বছর বয়সের এক ছাত্র। তার নাম রিফাত শাহরুখ।
ঐতিহাসিক এ ঘটনাটি ঘটেছে ২১ জুন। এদিন এটি ভার্জিনিয়ার ওয়ালোপ দ্বীপ থেকে একটি রকেট উৎক্ষেপণ করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। যাত্রা শুরুর মাত্র ২৪০ মিনিটের মধ্যে এটি মহাকাশে পৌঁছায়।
‘কিউব ইন স্পেস’ প্রতিযোগিতায় নাসা এই কৃত্রিম উপগ্রহটি অনুমোদন করে। শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞানের প্রতি উৎসাহ যোগাতে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ভারতের সাবেক প্রেসিডেন্ট ড. এপিজি আবদুল কালামের নামে কৃত্রিম উপগ্রহটির নাম রাখা হয়েছে, ‘কালামসেট’।
রিফাত শাহরুখ বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা কিউব স্যাটেলাইট নিয়ে প্রচুর গবেষণা করি। স্যাটেলাইটি নির্মাণ করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে। কম্পিউটারে ডিজাইন দেখে দেখে আমরা এটি নির্মাণ করি এবং জানতে পারি আমাদের নির্মিত স্যাটালাইটিই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ।
উপগ্রহটি নির্মাণে অর্থায়ন করেছে ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ প্রতিষ্ঠান। রিফাত ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর ছাত্র। ডুনওয়ার, সম্পাদনা: রবিউল