Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭: মাত্র পনেরো বছরে জয় করেছে সারা বিশ্ব। নামের সামনে যুক্ত হয়েছে বিশ্বসেরা উপাধি। সাধারণত এত অল্প বয়সে বিশ্বসেরা হবার ঘটনা সারাবিশ্বে অতি বিরল। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে সারা বিশ্বের নজর কেড়েছে মাত্র পনেরো বছরের বাংলাদেশি তরুণ মো. তারিকুল ইসলাম।
এত অল্প বয়সে তারিকুলের বিজয়ের গল্পটা একদিনে আসেনি। সাফলতার জন্যে তাকে টানা পাঁচ বছর কঠোর পরিশ্রম ও সাধনা করতে হয়েছে। তার এ কঠোর সাধনা বাংলাদেশের নাম পৌঁছাল বিশ্বের এক অনন্য উচ্চতায়।
তারিকুল ইসলাম বলেন, এর জন্যে আমাকে প্রায় পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রণের প্রস্তুতি নেয়ার পর থেকে আমাকে রাত ১২টা পর্যন্ত টানা ক্লাস করতে হয়েছে। দিনরাত সব সময় অধ্যায়নের উপর থাকতে হয়েছে। অনেক সময় আমি সারারাত অধ্যায়ন করেছি। এমনকি বিকেল বেলায় আমরা অবসরের সুযোগ পেতামনা। এধরনের কঠোর সাধনা পরিশ্রম করে মহান আল্লাহ আমাকে সেই যায়গায় নিয়ে গেছেন।
দুবাইয়ের ক্রাউন প্রিন্সের কাছ থেকে পুরস্কার তারিফুল পেয়েছে আড়াই লক্ষ্য দিরহাম। যার বাংলাদেশি টাকায় প্রায় ষাট লাখ টাকা। এ অর্থ তার পিতা মাতার পরামর্শে ব্যয় করার পরামর্শ দিলেন তার শিক্ষকেরা।
মাত্র এক বছর বয়সে কুরআনের হাফেজ হয়েছে তারিকুল। ভবিষ্যতে নিজেকে একজন বড় আলেম হিসেবে দেখতে চায় তরিকুল ইসলাম।
সূত্র : নিউজ টোয়েন্টিফোর