Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২৮ জুন, ২০১৭: 35বাজেট ২০১৭-১৮নতুন ভ্যাট আইন আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন হচ্ছে না। শুধু তাই নয়, আগামী দুই বছর আগের ১৯৯১ সালের আইনেই ভ্যাট আদায় করা হবে। বুধবার (২৮ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন ভ্যাট আইন নিয়ে যেহেতু কথা উঠেছে, ব্যবসায়ীরাও এই আইনে তেমন সাড়া দিচ্ছেন না, সে কারণে আমি মনে করি এই আইন আগে যেমন ছিল আগামী দুই বছরও তেমনই থাকবে।
নতুন ভ্যাট আইন আগামী অর্থবছর থেকে কার্যকর না হওয়ায় চাপ বাড়বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) ওপর। রাজস্ব আদায় বাড়াতে তাদের নতুন করে পদক্ষেপ নিতে হবে। তা না হলে নতুন বাজেটে ভ্যাটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা কঠিন হবে। এবারের বাজেটে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯১ হাজার কোটি টাকা।
নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় সরাসরি ভ্যাট থেকে আদায় কমবে বড় অঙ্কের। একই সঙ্গে আয়কর, আমদানি পর্যায়সহ অন্যান্য খাতেও আদায় কমবে। ফলে সামগ্রিকভাবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়বে এনবি আর।