খােলা বাজার২৪।। বুধবার, ২৮ জুন, ২০১৭: বরেণ্য চিত্রনায়িকা শাবানা ঈদের সময়টাতে বাংলাদেশে চলে আসেন। গত বছরও এসেছিলেন। প্রতি বছর সম্ভব না হলে দুই বছর পর আসেন। এবার তিনি ঈদের সময় ঢাকায় আছেন। তবে দেশে আসা কিংবা যাওয়ার সময় আলাদা করা সবাইকে জানানো হয় না। সংবাদ মাধ্যমকে এভাবেই জানালেন তিনি।
শাবানা এখন স্বামী আর সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আছেন। ১৭ বছর আগে হুট করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তখন থেকে আর ক্যামেরার সামনে দাঁড়াননি।
এখনো ছোটবেলার ঈদের কথা বেশি মনে পড়ে তার। জানালেন, তখন বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াতেন। বড়দের সালাম করে সালামি নেওয়ার জন্য অপেক্ষা করতেন। এখন সালামি দিয়ে আনন্দ পান। ঈদের নতুন জামা ঈদের আগের দিন পর্যন্ত লুকিয়ে রাখতেন। কাউকে দেখতে দিতেন না।
শাবানার মা, ভাইবোন, সন্তানেরা সবাই থাকেন নিউজার্সিতে। কিন্তু সেখানে ঈদের আনন্দ টের পান না। বললেন, ‘আমার কাছে ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি।’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাবানা। এ সময় তার সঙ্গে ছিলেন মৌসুমী
হুট করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ব্যাপারে জানালেন, এ লেভেল শেষ করার পর তার বড় মেয়ে সুমীকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে ঊর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে যায়। বললেন, ‘সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমার এই অভিনয়জীবন দিয়ে কী হবে! তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। এ জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
এখন ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। জানালেন, বড় মেয়ে সুমী ইকবাল এমবিএ ও সিপি-এ করেছে। বিয়ে করে এখন সে পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে ঊর্মি সাদিক আগামী কিছুদিনের মধ্যে মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করবে। ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন ব্লুমবার্গে চাকরি করছে।